কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটককৃতরা হলেন- টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মকবুল আহাম্মদের ছেলে মো. জিয়াউর রহমান (৪২) ও হ্নীলা ইউনিয়নের মো. আবুল কাশেমের ছেলে মো. আনিছ (২৬)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিরা টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ থেকে মাদক সংগ্রহ করে টেকনাফ হয়ে হ্নীলা বাজারের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টে তল্লাশি অভিযান শুরু করে। এসময় চেকপোস্টে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনক ভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।