টেকনাফে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ চার কারবারি গ্রেপ্তার

0
টেকনাফে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ চার কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে রামু ৩০ বিজিবি ব্যাটালিয়ন।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় একটি বিশেষ টহল দল গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি আটক করে। তল্লাশির সময় যাত্রী সাবেকুন নাহার (৪০), আমিনা আক্তার (৩০) ও সুমাইয়া আক্তারের (২১) দেহে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা সবাই টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা।

অন্যদিকে, বুধবার রাতে রামুর খুনিয়াপালং ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইক আটক করে বিজিবি। ইজিবাইক চালক নুরুল আবছারকে (২৫) সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here