কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামে এক যুবককে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৫ মার্চ) রাত আটটার দিকে তারই নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম আবদুল মজিদকে (১৯) টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আবদুল মজিদ টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার হাফেজ আহমদের ছেলে। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।