কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃতরা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহশখালিয়া পাড়ার আব্দুল আমিনের ছেলে আবুল মঞ্জুর (৪৩), বাঁচা মিয়ার ছেলে মো. রাশেদ (২২) এবং মৃত আলী আহমদের ছেলে ইউসুফ মিয়া (৪২)। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গাউছিয়া দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার আবুল মঞ্জুর (৪৩),একই এলাকার মো. রাশেদ (২২) ও ইউসুফ মিয়াকে (৪২) আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩ হাজার ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।