কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল (২৪) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত রোহিঙ্গা মাদক কারবারী হলেন উখিয়া উপজেলার বালুখালী-২, ১২ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৪)।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনার এক পর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মোহাম্মদ ইসমাইল নামে এক মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।