টেকনাফে র‌্যাবের অভিযানে মদ-বিয়ারসহ যুবক আটক

0

কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি মদ এবং ১৪০ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারি হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার শমসুল আলমের ছেলে ইদ্রিস মিয়া (২১)।

তিনি জানান, শুক্রবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় নবী হোসেনের বসত বাড়িতে কতিপয় মাদক কারবারীরি অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ ও ক্যান বিয়ার কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির বিধি মোতাবেক বসত বাড়ির আশপাশের এলাকায় তল্লাশি করে ধৃত ব্যক্তির দেখানো মতে তার বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ১৪০ ক্যান বিয়ার এবং ৩টি বিদেশি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারি জানান, তিনি বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশি মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here