কক্সবাজারের টেকনাফ থানাধীন ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সানজিদা বেগম (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ছোট হাবিবপাড়ার মজুন নানার ভাড়াঘরে এক অভিযান পরিচালনা করে। এই অভিযানে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত নারীর দেহ ও তার ভাড়া বসতঘর তল্লাশি করে সর্বমোট ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি সাবরাং ইউনিয়নের শাহ্পরীরদ্বীপ ৯নং ওয়ার্ড, জালিয়াপাড়ার ইমাম শরীফের মেয়ে ও বর্তমানে সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার সানজিদা বেগম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী আরও জানান, নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের বিভিন্ন জায়গা হতে সংগ্রহ করে বেশি দামে টেকনাফসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল