টেকনাফে যুবকের মৃতদেহ উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনে মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামে একটি রঙয়ের দোকানের ভেতর থেকে গলায় ফাঁস লাগনো অবস্থায় মো. আরমান (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার যুবক ওই দোকানের কর্মচারী ছিলেন।

আরমান সাতকানিয়া চুনতি গ্রামের মৃত আবদুল করিম ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা জামাল মার্কেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, হ্নীলা বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামে একটি রঙয়ের দোকান থেকে ওই দোকানের কর্মচারী মো. আরমানের গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here