টেকনাফে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকায় মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমেদ এর স-মিল থেকে কয়েকজন শ্রমিক বাচ্চা গুলোকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেয়া হয়।

স-মিলের মালিক মোস্তাক জানান, আমার স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত বাঘের বাচ্চা দেখতে পায়, এরপর তারা কয়েকজন মিলে এই দুটিকে ধরে বিভাগকে খবর দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here