কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক’ মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।