কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মদসহ মুজিবুর রহমান (২৫) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এসএম তাহসিন রহমান (বিএন) এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ড বাজারপাড়া নাফনদী সংলগ্ন রাস্তা দিয়ে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায়। ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রাম এর বাসিন্দা।