কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি মদ ২৮৮ বোতল ও ৪৬৫ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ এর স্যস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বশির আহমেদ (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে সর্বমোট ২৮৮ বোতল বিদেশী মদসহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত যুবকের দেওয়া বশির আহমেদের তথ্য মতে তার বসত-ঘর থেকে ৩০০ মিটার দূরে আভিযানিক দল একইদিন ৬টার দিকে অভিযান পরিচালনা করে কিশোর মো. আসিফ (১৭) এর বাড়ী থেকে তাকে আটক করা হয়। সাক্ষীদের সম্মুখে আটককৃত শিশু অপরাধীর দেহ ও ঘর তল্লাশি করে ৪৬৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।