কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি বিয়ারসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এপিবিএন পুলিশের সদস্যরা। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এফসিএন নম্বর ২৬৫১৩৫, ব্লক-ই/৮-এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে জানে আলম (১৯)। ২০ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।