কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরফে বদাফুলাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নাজিরপাড়ায় নিজ মালিকানাধীন তরমুজ খেতের একটি ছাপড়ি ঘর থেকে শামশুল হককে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী সাহাবুদ্দিন ওরফে সাবু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
ওসি জানান, গ্রেপ্তারের পর আসামির দেখানো মতে ছাপড়ি ঘরে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭ দশমিক ৬২ এমএম ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের চালায় পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ এমএম ম্যাগাজিনসহ আরেকটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি শর্টগানের কার্তুজ এবং একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শামশুল হক ওরফে বদাফুলার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, বিদ্যুৎ আইন, মারামারি ও মাদকসংক্রান্ত ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।
গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

