টেকনাফে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়েই বিকাল থেকে প্রার্থী প্রচারণা শুরু করেছেন। ঘোষিত তফসিল মতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এবারেই সর্বপ্রথম ভোটারগণ ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
কে কোন প্রতীক পেলেন
টেকনাফ উপজেলায় বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (টেলিফোন), সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) ও তার ছেলে দিদার মিয়া (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাও. রফিক উদ্দিন (মাইক), টেকনাফ উপজেলা স্বেচছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম (টিউবওয়েল) এবং আবু সিদ্দিক (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি (পদ্মফুল), টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপজান আক্তার গোলাপী (কলস) ও হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মর্জিনা আক্তার সিদ্দিকী (ফুটবল)।