কক্সবাজারের টেকনাফের হ্নীলা এবং বান্দরবানের আলীকদম এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার পৃথক এসব অভিযানে দুইজন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলেন,বান্দরবান জেলার আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড খুইল্ল্যা মিয়া পাড়ার ফরিদুল আলমের মেয়ে ও নুরুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (৩০) এবং হ্নীলা আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা মৃত জাফর আহাম্মদের ছেলে নূর মোহাম্মদ (২৪)।
তিনি জানান, আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।