কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৫ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি টহলদল উনচিপ্রাং গ্রামের সাইফুলের ঘের এলাকায় গমন করে ঘেরের আইলের পিছনে আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে মিয়ানমার থেকে নাফনদী অতিক্রম করে ২নং বিজিবি পোস্ট সংলগ্ন খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় তারা নৌকা থেকে লাফিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল চারদিক থেকে ঘেরাও করে টেকনাফের রইক্ষ্যং দক্ষিণপাড়া গ্রামের রনো বড়ুয়া (৪০) এবং ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি/৫, শেল্টার নং-১৫০৮ এর বাসিন্দা সেলিম (৩৫) নামে ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের ব্যবহৃত নৌকা তল্লাশি করে একটি মাছের ঝুড়ির ভেতর থেকে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া একইদিন সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ডগ এমি বাসের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া জমিদার পাড়ার শফিকুল আলমের ছেলে বেলাল উদ্দিন (৩৭) এর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মাদক পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।