টেকনাফে পাচারকালে শিশুসহ ২৪ মালয়েশিয়াগামী উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সমুদ্রপথে পাচারকালে শিশুসহ ২৪ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ছাড়া বাকি ২১ জনই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এ সময় মানবপাচারে জড়িত কোনো দালালকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি মুহাম্মদ ওসমান গণি আরও বলেন, পুলিশের কয়েকটি দল এখনো পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here