টেকনাফে নাফনদীতে গুলিবিদ্ধ বাংলাদেশি জেলের মৃত্যু

0

কক্সবাজারে টেকনাফের নাফনদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হোসেন আলী নামের এক জেলে হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

মঙ্গলবার (২৮ মে) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী। মারা যাওয়া মো. হোসেন আলী (৫০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত আব্দুল শুক্করের ছেলে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী নাফনদীতে বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কাদের ছোঁড়া গুলিতে আহত হয়েছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি। 

তিনি জানান, সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here