টেকনাফে দুই শিশুকে অপহরণ, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

0

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় দুই শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অপহৃত শিশুরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার হেসেন আলীর ছেলে মো. সালমান (৪) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৬)। তারা সম্পর্কে চাচাত ভাই। 

অপহৃতদের ভাই হামিদ হোসেন জানান, বিকেলে তারা বাহারছড়া বাজারে চুল কাটতে গিয়েছিল। সেলুনে ভিড় থাকায় চুল না কেটে বাড়িতে ফিরে আসছিল। পথে মারিশবনিয়া একালার মাদ্রাসা সামনে থেকে তাদের অপহরণ করা হয়। এ ঘটনার দুই ঘণ্টা পরে অপহৃত ওবাইদুল্লাহর মোবাইল থেকে তার মাকে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মশিউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশায় করে ওই দুজনকে অপহরণের কথা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’ 
 
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, অপহরণের খবর শুনে পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, ‘বিষয়টি শোনার পর খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মুক্তিপণের বিষয়ে স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here