টেকনাফে ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

0

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের  সদস্যরা অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. লিটু হোসেন প্রকাশ এনাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন।

রবিবার রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া নিজ বসত বাড়ি থেকে  ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মো. লিটু হোসেন ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া মো. লিটু হোসেন প্রকাশ এনামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। 

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্য বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here