টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

0

কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার মুরাদকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা এবং তার বড় ভাই মো. মামুনকে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

নিহত শাহরিয়ার মুরাদ ও আহত মো. মামুন টেকনাফের বাহারছড়া ইউনিয়ন শামলাপুর বাজারের মো. সাইফুল্লাহ কোম্পানির ছেলে। মো. সাইফুল্লাহ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বাহারছড়ার শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, উখিয়ার জালিয়া পালং ৯ নম্বর ওয়ার্ড মনখালির বাসিন্দা অলিউল্লাহর ছেলে রফিক উল্লাহ (২১) ও একই গ্রামের জকির আহমেদের ছেলে মো. আদিল (২২) ও রাকিবের (২৩) নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে শাহরিয়ার মুরাদ ও মো. মামুনের ওপর হামলা চালানো হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, প্রাথমিকভাবে জানতে পারি নিহত ব্যক্তির সাথে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে ছবি আদান-প্রদানকে কেন্দ্র করে পূর্বশত্রুতা ছিল। উক্ত শত্রুতার জেরে তাদের মধ্যে পূর্বেও একাধিকবার মারামারির ঘটনা হয়েছে। সোমবার বিকালে অভিযুক্ত ব্যক্তিরা শামলাপুর বাজারে গেলে তাদের মধ্যে পুনরায় মারামারি লাগে। মারামারির এক পর্যায়ে অভিযুক্ত রফিক উল্লাহ ও রাকিব নিহত শাহরিয়ার মুরাদের গলায় ছুরিকাঘাত করে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here