টেকনাফে গরু চড়াতে গিয়ে দুই রাখাল নিখোঁজ

0

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেলে পাহাড় থেকে সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন।

নিখোঁজ দুই রাখাল হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) ও হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে নুর মোহাম্মদ (১৭)।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের বিষয়ে এখনো কেউ তাদের জানাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১০৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here