টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা জব্দ

0

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ মাঝের পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এ সময় নদীতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা লোকালয় অভিমুখে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ তাদের ধাওয়া করলে তারা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here