কক্সবাজারের টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ সামছুল আলম(২০) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সামছুল আলম (২০) মিয়ানমারের মংডু শহরের পেরামপুর এলাকার মৃত কালাই সোনার ছেলে।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে নাফনদী পার হয়ে একটি পোটলা হাতে এক ব্যক্তিকে আসতে দেখে আটক করে বিজিবি। পরে পোটলার ভিতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় বিজিবি।