টেকনাফে ইয়াবাসহ আটক ১

0

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক একজন হচ্ছেন- টেকনাফ পৌরসভার কুলাল পাড়া বর্তমানে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মো. রশিদের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, শনিবার সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। চালকের স্বীকারোক্তিতে প্রাইভেটকারে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত প্রাইভেটকারটিও আটক করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here