টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0

”অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা তথ্য অফিসার তাছলিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসন (উখিয়া-টেকনাফ) সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। দুর্যোগ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সিপিপি সভাপতি কায়সার উদ্দিন,আইএমও প্রকল্প অফিসার লুৎফুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মুকুল নাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here