টেকনাফে অস্ত্রসহ গ্রেফতার ১

0

কক্সবাজার টেকনাফে অস্ত্রসহ রবিউল আলম ওরফে কাইলা রবিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামারি এলাকার আব্দুস শুক্কুর ওরফে লেড়াইয়ার ছেলে রবি আলম ওরফে রবিউল আলম(৩৫)।

তিনি জানান, মঙ্গলবার ৫টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ উলুচামারি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পলায়নকালে ধাওয়া করে দুর্ধর্ষ সন্ত্রাসী, পাহাড়ী ডাকাত এবং মাদক কারবারি রবিউল আলম ওরফে কাইলা রবিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। অভিযান পরিচালনাকালে অভিযানস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, সিলিংসহ ১টি লম্বা এক নলা বন্দুক, ১টি শর্টগানের কালো রংয়ের কার্তুজ, ২টি শর্টগানের খালি খোসা, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন এবং ২টি সীম উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here