টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু

0

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক মা হাতির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বন বিভাগ। 

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী।

এ কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে যে, হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক বন্য হাতির মৃত্যু হয়। খবর পেয়ে রোববার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতি শাবকটিকে উদ্ধার করে। পরে শাবকটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়।  

তিনি আরও জানান, মৃত হাতিটিকে যথাস্থানে মাটি চাপা দেওয়া হবে। অন্যদিকে উদ্ধার হওয়া হাতি শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here