টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে এক সাংবাদিকের আনা হেনস্তার অভিযোগ তদন্ত করছে অস্ট্রেলিয়ার পুলিশ।
৫১ বছর বয়সী বিনোদন সাংবাদিক ম্যাকডোনাল্ড টেইলরের ৭১ বছর বয়সী বাবা স্কট সুইফটের বিরুদ্ধে মুখে কিলঘুষি মারার অভিযোগ এনেছেন। তবে এতো খুব একটা আহত হননি ওই সাংবাদিক। তাকে কোনো ধরনের চিকিৎসাও নিতে হয়নি।
টেইলর সুইফটের এক মুখপাত্র হামলার বিষয়ে কথা না বললেও জানিয়েছেন, এসময় শিল্পী ও তার বাবার দিকে আক্রমণাত্মকভাবে দুই ব্যক্তি এগিয়ে যাচ্ছিলো।
সাংবাদিক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, টেইলর সুইফ গাড়িতে ওঠার পরই তার বাবা আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমি তেইশ বছর ধরে এই কাজ করছি। আমি কখনো এমন হেনস্তার শিকার হইনি। একা পেয়ে কোনো বাবাই আমার মুখে ঘুষি মারেনি।’
সূত্র: বিবিসি