টুইটারে (এক্স) ফিরলেন ট্রাম্প, পোস্ট করলেন কারাগারের ছবি

0

আবারও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (এক্স) ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিরেই নিজের কারাগারের ছবি (মাগশট) পোস্ট করেছেন তিনি।

ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা মামলায় অভিযুক্ত ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। সেখানেই কারা কর্তৃপক্ষ তার এই ছবি তোলে। 

বর্তমানে টুইটারকে ‘এক্স’ নামে রিব্র্যান্ড করেছেন মাস্ক। সেই সাথে টুইটের স্মৃতিকে এক্স (প্রাক্তন) করে ট্রাম্প এবার মাস্কের এক্সে ফিরলেন। 

২০২৪ সালে আবারও মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ট্রাম্প। তবে এরইমধ্যে বড় এক ইতিহাস গড়ে ফেলেছেন ট্রাম্প। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধী সাবস্ত্য (ক্রিমিনাল চার্জ) হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি। তাও একবার নয়, চার বার তিনি অভিযুক্ত হয়েছেন। তাকে কারাগারে ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) ও মাগশটও দিতে হয়েছে। তবে দুই লাখ ডলার জামানতের বিনিময়ে আপাতত মুক্তি পেয়েছেন ট্রাম্প।

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here