ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ঘরের মাথে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে স্বাগতিকরা। কিন্তু পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারে টাইগ্রেস বাহিনী।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ রবিবার সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে প্রথম টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২ রানে জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা। এরপর সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতি মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৫৯ রানে ২৭ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি।
এরপর ক্রিজে আসা ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জ্যোতি। সাবলীল ব্যাটিংয়ে ৫৬ বলে ফিফটি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। তবে দলীয় ১১৯ রানে ২১ বলে ২৭ রান করে আউট হন ফাহিমা। ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ২টি উইকেট।