টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার

0

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুনে বোলিংয়ের পুরস্কার পেলেন কিউই পেসার জ্যাকব ডাফি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।

পাঁচ ম্যাচের ওই সিরিজে ১৩ উইকেট শিকার করেছিলেন ডাফি। এই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পাওয়া ডাফির বর্তমান রেটিং ৭২৩। শীর্ষে উঠতে চার ধাপ এগিয়েছেন তিনি।

তাকে জায়গা দিতে চূড়া থেকে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। শুধু আকিল নন, এক ধাপ করে ধারাবাহিকভাবে নেমে গেছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা।

আর বাংলাদেশের বোলারদের মধ্যে হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here