টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

0
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ভারতের কিছু ভেন্যুর সর্বনিম্ন টিকিট মূল্য মাত্র ১০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা)। শ্রীলঙ্কায় সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১,০০০ শ্রীলঙ্কান রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা)।

বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটা থেকে টিকিট পাওয়া যাবে tickets.cricketworldcup.com–এ। আইসিসি জানিয়েছে, বিভিন্ন ধরনের চাহিদা ও সব শ্রেণির দর্শকদের জন্য টিকিটের ভিন্ন মূল্য ধার্য করা হয়েছে, যাতে প্রত্যেকে বিশ্বকাপের ক্রিকেটের অভিজ্ঞতা উপভোগ করতে পারে।

আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, “টিকিট বিক্রির প্রথম ধাপটি সহজলভ্য করা হয়েছে, যাতে ভৌগলিক অবস্থান বা আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রতিটি ভক্ত বিশ্বকাপের ক্রিকেট উপভোগ করতে পারে।”

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ১০০ রুপি থেকে শুরু হওয়া টিকিট মূল্য বিশ্বকাপ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বাড়াবে। এবারের বিশ্বকাপকে দর্শক-ভক্তদের কাছে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার প্রত্যয় প্রকাশ করেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশগ্রহণ করবে, এবং উদ্বোধনী দিনে মাঠে নামবে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here