টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। ভারতের সাবেক কোচ রামাকৃষ্ণান শ্রিধারকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন ৫৫ বছর বয়সী শ্রিধার। এবার নতুন ঠিকানায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত কাজ করবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের লেভেল ৩ সার্টিফাইড কোচ শ্রীধারের পূর্বেও শ্রীলঙ্কায় কাজ করার অভিজ্ঞতা আছে। গত বছরের মে মাসে কলম্বোয় ১০ দিনের একটি ফিল্ডিং প্রোগ্রাম পরিচালনা করেছিলেন তিনি।
গত এশিয়া কাপ ও পাকিস্তান সফরে বাজে সময় কেটেছে শ্রীলঙ্কার। বিশেষ করে, তাদের ফিল্ডিংয়ে সমস্যা প্রকটভাবে ফুটে উঠেছে। বিশ্বকাপের আগে সেসব ঘাটতি পূরণ করতেই নতুন কোচ নিয়োগ দিয়েছে লঙ্কানরা।
জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এরপর নিজ আঙিনায়ই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

