টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমান

0
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো নেপাল ও ওমান। সংযুক্ত আরব আমিরাতের সামোয়াকে হারানোর পরই এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে নিজেদের টিকিট নিশ্চিত করে এই দুই দল।

মঙ্গলবার আল আমেরাতে সামোয়াকে ৭৭ রানে হারায় আরব আমিরাত। এই জয়ের ফলে সুপার সিক্স পর্বের পয়েন্ট টেবিলে চমকপ্রদ এক সমীকরণ দাঁড়িয়ে যায়। তিন ম্যাচ শেষে নেপাল ও ওমানের ঝুলিতে ৬ পয়েন্ট করে। আরব আমিরাত চার ম্যাচে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।

এই অঞ্চলের বাছাইয়ে প্রতিটি দল খেলবে ৫টি করে ম্যাচ। ফলে নেপাল ও ওমানের হাতে আছে আরও দুটি করে ম্যাচ, আরব আমিরাত ও কাতারের বাকি একটি করে। তবে কাতার ইতোমধ্যেই দুই পয়েন্ট নিয়ে ছিটকে গেছে বিশ্বকাপের দৌড় থেকে।

বাকি লড়াইটা এখন আরব আমিরাত ও জাপানের মধ্যে। দু’দলই সম্ভাবনা রাখে ৬ পয়েন্টে পৌঁছানোর। বুধবার একে অপরের মুখোমুখি হবে তারা। জয়ী দলই পাবে বিশ্বকাপের ২০তম টিকিট। তবে হেরে গেলে অপেক্ষা বাড়বে ১৭ অক্টোবর পর্যন্ত—জাপান ওমানের মুখোমুখি হবে সেদিন। ওই ম্যাচই নির্ধারণ করবে শেষ দলটি কে হবে।

এদিকে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ৮ মার্চ।

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা ২০ দলের তালিকা এখন পর্যন্ত এমন:

স্বাগতিক: ভারত, শ্রীলঙ্কা

২০২৪ বিশ্বকাপের সেরা ৭ দল: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি র‍্যাঙ্কিং থেকে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান

বাছাইপর্ব থেকে:
আমেরিকা অঞ্চল: কানাডা
ইউরোপ অঞ্চল: ইতালি, নেদারল্যান্ডস
আফ্রিকা অঞ্চল: নামিবিয়া, জিম্বাবুয়ে
এশিয়া প্যাসিফিক অঞ্চল: নেপাল, ওমান

বাকি একটি দল নির্ধারিত হবে এশিয়া প্যাসিফিক বাছাইয়ের ফলাফলের ওপর ভিত্তি করে। জাপান না আরব আমিরাত, সেটা ঠিক হবে আগামী কয়েক দিনের মধ্যেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here