টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের দল ঘোষণা

0
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের দল ঘোষণা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ওমান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্ব দেবেন ওপেনার জতিন্দর সিং। তবে নতুন দল ঘোষণায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল অভিজ্ঞ অলরাউন্ডার আমির কালিমের জায়গা না পাওয়া। ৪৩ বছর বয়সী কালিম এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েও বিশ্বকাপ স্কোয়াডে স্থান পাননি।

দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার ভিনায়ক শুক্লা। বছরের শুরুতে এশিয়া কাপে খেলানো দল থেকে পাঁচজন ক্রিকেটারের পরিবর্তন আনা হয়েছে। নতুন করে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, করণ সোনাভালে এবং জে ওডেড্রা। 

ওমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। ওমান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ওমানের বিশ্বকাপ দল:
জতিন্দর সিং (অধিনায়ক), ভিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জে ওডেড্রা, শফিক জান, আশিস ওডেডারা, জিতেন রামানন্দি, হাসনাইন আলি শাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here