টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন যুবরাজ

0

ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।

শুক্রবার এক বিবৃতিতে যুবরাজকে শুভেচ্ছাদূত নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। 

নিজের বক্তব্যে ভারতীয় সাবেক এই ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করে আইসিসিকে ধন্যবাদ জানান।  

যুবরাজ বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। যার মধ্যে ছয় বলে ছয় ছক্কার রেকর্ডও রয়েছে। তাই এটি খুবই আনন্দের যে সবচেয়ে বড় আসরের অংশ হিসেবে আমি থাকছি।’

ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময় ক্রিকেটবিশ্বে সবচেয়ে জনপ্রিয়। এই ম্যাচ নিয়ে তাইতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ। তিনি বলেন, ‘নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে যাচ্ছে এই বছরে ক্রিকেটের সবচেয়ে বড় সূচি। এমন ম্যাচের অংশ হওয়া এবং সরাসরি ম্যাচটি দেখার পাশাপাশি নতুন একটি স্টেডিয়ামে বিশ্বের বড় তারকাদের দেখা আমার জন্য সম্মানজক।’

আগামী ১ জুন থেকে শুরু হয়ে ২৯ জুন পর্দা নামবে আসরটির। ২০ দলের মধ্যকার ৯ ভেন্যুতে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here