টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শাহিনকে চান আকিব জাভেদ

0

বাবর আজমকে তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে চাইছে না পাকিস্তানের অনেকে। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বাবরকে যেকোনো একটি বা দুটি সংস্করণে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলেছেন। অনেকে তাকে চাপ কমিয়ে কিংবা তার ব্যাটিং ফর্ম ঠিক রাখতেই দাবিটা উঠেছে।

পাকিস্তানের সাবেক পেসার ও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য আকিব জাভেদ এবার পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে বাবরকে সরিয়ে দিতে চাইছেন। তিনি টি-টোয়েন্টিতে বাবরের জায়গায় দেখতে চান শাহিন শাহ আফ্রিদিকে।

আকিব জাভেদের মতে, শাহিন ভয়ডরহীন ক্রিকেট খেলে।  তার মনোভাবও অনেক ইতিবাচক।

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পিএসএলের সর্বেশষ দুটি আসরে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আকিব জাভেদ মনে করছেন, শাহিন পিএসএলে অধিনায়ক হিসেবে যা যা করেছে, সেটি আর কেউই করতে পারেননি। তার ভাষায় ‘সে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়। তার নেতৃত্বের ধরন খুবই আগ্রাসী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here