টি-টোয়েন্টির যে বিরল রেকর্ডে বিপিএল আছে দুইবার

0
টি-টোয়েন্টির যে বিরল রেকর্ডে বিপিএল আছে দুইবার

টি-টোয়েন্টি ক্রিকেট এখন সেঞ্চুরির যুগ। তবুও একই ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখা যায় খুবই কম। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেল হয়েছে ৩২ হাজারের বেশি দলীয় ইনিংস, কিন্তু দুই ব্যাটারের সেঞ্চুরি এসেছে মাত্র ১০ বার। এই বিরল রেকর্ডে দুইবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। 

বিপিএলে প্রথমবার এমন কীর্তি দেখা যায় ২০১৯ সালে। রংপুর রাইডার্সের দুই তারকা ব্যাটার অ্যালেক্স হেলস ও রাইলি রুশো চিটাগং ভাইকিংসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৭৪ রান। হেলস ৪৮ বলে ১০০ (১১ চার, ৫ ছক্কা) ও রুশো ৫১ বলে অপরাজিত ১০০ (৮ চার, ৬ ছক্কা)
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরির তৃতীয় উদাহরণ ছিল এটি।

এর ছয় বছর পর, ২০২৫ সালের বিপিএলের সর্বশেষ আসরে আবারও একই দৃশ্য দেখা গেছে।এইবার ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ঝড় তোলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে। দুজন মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ২৪১ রান, যা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ।
তামিম ৬৪ বলে ১০৮ (৬ চার, ৮ ছক্কা) ও লিটন ৫৫ বলে ১২৫* (১০ চার, ৯ ছক্কা)। এই তাণ্ডবে ঢাকা ক্যাপিটালস তোলে ১ উইকেটে ২৫৪ রান, যা বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি এখন পর্যন্ত ১০টি। এর মধ্যে ৩টি হয়েছে আইপিএলে, ৩টি আন্তর্জাতিক ক্রিকেটে (চেক রিপাবলিক, জাপান ও ভারতের ব্যাটারদের সেঞ্চুরি) এবং ২টি বিপিএলে। বিশ্বের কোটি ইনিংসের ভিড়ে বিপিএলের এই দুটি কীর্তি এখন টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশেষ মর্যাদা নিয়ে জায়গা করে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here