টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত?

0

এবার টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির সূত্র এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আর বিসিবিও নাকি শান্তর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদও কাল গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি-টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’

সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। 

তবে কে হচ্ছেন টি-টোয়েন্টিতে নতুন সেনাপতি, তা আন্দাজ করা যাচ্ছে খুব সহজেই। লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে লিটনই হচ্ছেন পরবর্তী অধিনায়ক।

আলোচনায় মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও টি-টোয়েন্টি দলে তার জায়গাটাই নিয়মিত নয়। এছাড়া তাসকিন আহমেদের কথাও এসেছে অনেকবার। কিন্তু চোটপ্রবণ হওয়ায় এবং তিন ফরম্যাটেই খেলা তাসকিনকে আপাতত ভাবনার বাইরে রাখতে হচ্ছে। আর অধিনায়ক হিসেবে সবশেষ সিরিজে লিটনের সাফল্য আসলে বিকল্প ভাবনার পথও রুদ্ধ করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here