বিশ্বকাপের প্রস্তুতি জোরদারে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১২০ রানে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙার কথা নয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ২১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। জিম্বাবুয়ে ৭ ম্যাচে জয় লাভ করে। আর বাংলাদেশ জয় পায় ১৩ ম্যাচে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।