গত আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান হাঁটুতে চোট ধরা পড়ে। লিগামেন্টের অস্ত্রোপচার করতে হয় তাকে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।
তবে বিশ্বকাপে শেষ দিকের ম্যাচগুলো খেলেছেন উইলিয়ামসন। টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে চলমান ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে সিরিজে নেই তিনি। তবে, ওয়ানডের পর আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরছেন কিউই অধিনায়ক।
এর মাধ্যমে দীর্ঘ ৯ মাস পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে মাঠে নামছেন তিনি।
২৭ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।