ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় ভারত। টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের নায়ক সূর্যকুমার যাদব। চার-ছক্কার ফুলঝুরিতে দাপুটে ইনিংসে ম্যাচসেরা হন তিনি। গড়েন রেকর্ড। এদিন ৪৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করেন যাদব। আর এই ৪ ছক্কায় রেকর্ড বইয়ে উঠেছে সূর্যের নাম। ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারতে পেরেছেন কেবল আর দুঈজন। তবে তাদের চেয়ে অনেক কম ইনিংসেই এই মাইলফলকে পৌঁছে গেলেন সূর্যকুমার। ১০০ ছক্কা ছুঁতে ৮৪ ইনিংস লেগেছিল রোহিত শর্মার, ৯৬ ইনিংস বিরাট কোহলির। সূর্যকুমার যাদবের লাগল মাত্র ৪৯ ইনিংস। বিশ্বরেকর্ডে অবশ্য তার পরও কিছুটা পিছিয়ে সূর্যকুমার। ৪২ ইনিংসে ১০০ ছক্কা মেরে রেকর্ডটিতে সবার উপরে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইসের।