টিম ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ক বেছে নিলেন শাস্ত্রী

0

টিম ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ক বেছে নিলেন দলটির সাবেক কোচ রবি শাস্ত্রী। টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নজর কেড়েছেন হার্দিক পাণ্ডিয়া। বেশ কয়েকটা টি-২০ সিরিজে ভারতীয় দলকেও নেতৃত্ব দেন। এবার শুধু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নয়, সাদা বলের ক্রিকেটে হার্দিককে অধিনায়ক হিসেবে দেখতে চান শাস্ত্রী। 

তিনি মনে করেন, চোটের পর আর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয় জুনিয়র পাণ্ডিয়ার। তাই সাদা বলের ক্রিকেটেই ফোকাস করা উচিত। আসন্ন বিশ্বকাপের পর আর রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চান না ভারতের সাবেক এই কোচ। নতুন অধিনায়ক হিসেবে তার বাজি হার্দিক। 

আসন্ন বিশ্বকাপের দলে প্রথম ছয়ে অন্তত দুইজন বাঁ হাতি ব্যাটারকে দেখতে চান শাস্ত্রী। তবে একদিনের দলে সঞ্জু স্যামসনকে রাখার সমর্থনে তিনি। তিনি মনে করেন, আন্তর্জাতিক মঞ্চে এখনও নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি সঞ্জু। 

শাস্ত্রী বলেন, সঞ্জু এখনও নিজের সেরাটা দিতে পারেনি। সে ম্যাচ উইনার। কিন্তু কিছু যেন মিসিং। সে যদি ভাল জায়গায় থেকে ক্যারিয়ার শেষ না করতে পারে, তাহলে আমি খুব হতাশ হব। যখন আমি কোচ ছিলাম, রোহিত শর্মা আমাদের টেস্ট দলের নিয়মিত সদস্য না হলে যেমন হতাশ হতাম। ঠিক তেমনই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here