টিভি শো হিসেবে সব রেকর্ড ভঙ্গ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল

0

ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি টেলিভিশন শো হিসেবে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। 

বুধবারের সিডনিতে ম্যাচটি ঘরে বসে টেলিভিশনে উপভোগ করেছে প্রায় সাড়ে ১১ মিলিয়ন মানুষ। 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার চ্যানেল সেভেনে ম্যাচটি সরাসরি দেখানো হয়েছে। তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে সবচেয়ে বেশী সংখ্যক দর্শক একসাথে ম্যাচটি উপভোগ করেছে। ২০০১ সাল থেকে প্রোগ্রাম রেটিং সিস্টেম চালু হবার পর এত বেশী সংখ্যক দর্শকের একসাথে কোন অনুষ্ঠান দেখার রেকর্ড এটাই প্রথম। 

চ্যানেল সেভেন’র নেটওয়ার্ক স্পোর্টের প্রধান লুইস মার্টিন বলেছেন, ‘মাটিলডাসরা নতুন করে ইতিহাস রচনা করেছে। অস্ট্রেলিয়ানরা হৃদয় দিয়ে খেলেছে, আমরা সবাই তাদের জন্য গর্বিত।’

এই তথ্যে অবশ্য পে-টিভি ব্রডকাস্টার অপটাস স্পোর্টের দর্শকসংখ্যা অন্তর্ভূক্ত করা হয়নি।

সূত্র : গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here