‌টিকিটের ভুল পতাকার ছবিই ‘ঠিক’, বিসিবির ‘আজব’ ব্যাখ্যা

0

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকার ছবি ছাপানো হয়েছে। মানে ইংল্যান্ডের বদলে দেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের পতাকার ছবি।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ খানিকটা দায় এড়িয়ে বলেছিলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকার ছবি, খোঁজ নিয়ে দেখছি।’

সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন বলেছেন, ‘আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।’

টিকিটের বিষয়ে বিসিবির এমন উদাসীনতা পুরনোই বলা যায়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা সকাল ১০টায় শুরু হলেও, টিকিটের গায়ে লেখা ছিল রাত ১০টা। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টিকিটের গায়ে বাংলাদেশ বানানে ভুল দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here