টিকা না নেওয়ায় আর্জেন্টিনা দল থেকে বাদ তিন তারকা

0
টিকা না নেওয়ায় আর্জেন্টিনা দল থেকে বাদ তিন তারকা

আসন্ন অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে। হলুদ জ্বরের টিকা না নেওয়ায় তাদের বাদ দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

শুক্রবার নির্ধারিত ম্যাচটির জন্য তিনজনই প্রথমে স্কোয়াডে ছিলেন। তবে টিকা না নেওয়ায় অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি না থাকায় তারা সফরসঙ্গী হতে পারছেন না। তিনজনই বর্তমানে আতলেতিকো মাদ্রিদ ক্লাবে খেলছেন।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আলভারেস, মলিনা ও সিমিওনে যথাসময়ে টিকা না নেওয়ায় তারা অ্যাঙ্গোলার সফরে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।’

তাদের সঙ্গে এনজো ফার্নান্দেজও খেলতে পারবেন না, তবে কারণ আলাদা। চেলসি মিডফিল্ডারটি ডান হাঁটুর চোটে ভুগছেন বলে নিশ্চিত করেছে ফেডারেশন।

এই চারজনের অনুপস্থিতিতে দুজন নতুন ডিফেন্ডারকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তারা হলেন কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ।

বেলজিয়ামের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের খেলোয়াড় কেভিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লিগামেন্টের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here