বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে থেকেই চলছে ভারতের স্পিন সহায়ক উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা। মাঠের লড়াই শুরু হতেই সেই চর্চা বেড়েছে আরও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ বললেন, স্পিন স্বর্গে খেলতে ভালোই লাগছে তার।
স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা নিশ্চিত করে ভারত। নাগপুরে সফরকারীদের স্রেফ উড়িয়ে দেয় তারা, হারায় ইনিংস ও ১৩২ রানে। দিল্লিতেও ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয় রোহিত শর্মার দল। দুটি ম্যাচই শেষ হয় তিন দিনে। তৃতীয় টেস্টে তো সময় লেগেছে আরও কম, তবে এখানে ফলাফল ভিন্ন। নিজেদের পাতা স্পিন ফাঁদে ধরা খেয়েছে ভারত।
এই ম্যাচ চলাকালেই ইন্দোরের উইকেটের কড়া সমালোচনা করেন অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেন। আরেক অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহ সরাসরিই বলেন, উইকেটটি টেস্ট মানের নয়। ধারণা করা হচ্ছে, ডিমেরিট পয়েন্ট পেতে পারে হলকার ক্রিকেট স্টেডিয়াম। এসব আলোচনার মাঝেই বিস্ময়কর মন্তব্য করলেন প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ। তার মতে- ফ্ল্যাট উইকেটের চেয়ে টার্নিং উইকেটে খেলা বেশি উপভোগ্য।
স্মিথ বলেন, সব উইকেটেই বল ঘুরেছে। আমরা এখন পর্যন্ত (একটি ম্যাচেও) তিন দিন পার করতে পারিনি। এর থেকে বোঝা যায়, প্রতিটি টেস্টে প্রথম দিন থেকেই বল স্পিন করেছে। ব্যক্তিগতভাবে এই ধরনের উইকেটে খেলতে আমার ভালোই লাগছে।ফ্ল্যাট পিচে যেখানে খেলা পাঁচ দিনে গড়ায় এবং মাঝে মধ্যে তা বিরক্তিকর হয়ে ওঠে, সেসব উইকেটের চেয়ে আমার স্পিনিং উইকেটই পছন্দ। এসব উইকেটে সবসময়ই কিছু না কিছু ঘটে। এখানে রান করতে কঠোর পরিশ্রম করতে হয়। সঙ্গে ভাগ্যকেও পাশে পেতে হয়।
প্রসঙ্গত, দুই দলের চতুর্থ ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, আহমেদাবাদে।