খুশদিল শাহর অলরাউন্ড নৈপুণ্যে ও আকিফ জাভেদের অসাধারণ বোলিংয়ে চিটাগং কিংসকে হারিয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে নিজেদের খেলা টানা আট ম্যাচেই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। এতে করে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। তাও আবার লিগ পর্বে নিজেদের চারটি ম্যাচ বাকি রেখেই।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে খুশদিলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৬৪ রান তোলে রংপুর। জবাবে আকিফের বোলিং তোপে পড়ে ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং।
টপ অর্ডারে ৩২ বলে ৩৯ রান করেন স্টিভেন টেলর। দলীয় ৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর তিনে নামা সাইফ হাসানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ১ উইকেটে ৬৩ রান করা দলটি ছয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে।
সেখান থেকে প্রতিরোধ গড়েন খুশদিল। সোহানের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন এই পাকিস্তানি ব্যাটার। ২৮ বলে ২ চার ও ৭ ছয়ে ৫৯ রান করে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দেন তিনি।
শেষ দিকে মেহেদী হাসানের ১২ বলে ১৭ ও মোহাম্মদ সাইফউদ্দিনের এক ছয়ে ৮ রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। বল হাতে দুটি করে উইকেট নেন চিটাগংয়ের আল ইসলাম ও ওয়াসিম।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় চিটাগং। এবার ৪৫ রানের বেশি করতে পারেননি আগের দিনে রেকর্ড জুটি গড়া পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। পারভেজ ২৬ ও ক্লার্ক ২৩ রানে আকিফের শিকার হন।
৫৩ রানে চার উইকেট হারায় চিটাগং। সেখান থেকে শামীম হোসেন ও নাঈম ইসলাম ৫৩ রানের জুটি গড়লেও রান রেটের চাপ বাড়তে থাকে। শেষ দিকে আর সেই চাপ কাটাতে পারেনি স্বাগতিকরা। শামীম ৩৮ রানের সেরা ইনিংস খেলেন।
বল হাতে আকিফ ৩২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। খুশদিল পান দুই উইকেট।
আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের সংগ্রহ ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা চিটাগং কিংস ছয় ম্যাচ খেলে ৪ জয়ে তুলেছে ৮ পয়েন্ট।